সৌদি আরবে ঈদুল আজহা হতে পারে যেদিন

আগামী ২৭ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ওইদিন সন্ধ্যায় (জিলক্বদ মাসের ২৯ তারিখ) খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। যারা চাঁদ দেখতে পাবেন, তাদের অবিলম্বে নিকটতম আদালতে জানানোর জন্য বলা হয়েছে।
সুপ্রিম কোর্ট বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত চাঁদ দেখা কমিটিতে অংশগ্রহণ করতে সক্ষম ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় কার্যক্রমে যোগদান এবং মুসলিম সম্প্রদায়ের সেবায় অবদান রাখার জন্য উৎসাহিত করেছে।
ঈদুল-আজহা কবে?
আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির জ্যোতির্বিদ্যাগত গণনা অনুযায়ী, ঈদুল আজহা ৬ জুন (শুক্রবার) হওয়ার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি ৫ জুন (বৃহস্পতিবার) আরাফা দিবসের মাধ্যমে শুরু হবে বলে আশা করা হচ্ছে, এরপর শুক্রবার থেকে রোববার (৬ থেকে ৮ জুন) পর্যন্ত ঈদ উল আজহা উদযাপিত হবে।
তারিখ পরিবর্তনের সম্ভাবনা
যদি ২৭ মে (মঙ্গলবার) জিলহজ মাসের চাঁদ দেখা না যায়, তাহলে ইসলামী ঐতিহ্য এবং চন্দ্র ক্যালেন্ডার অনুসারে জিলক্বদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাসের শুরু ২৯ মে থেকে। এই পরিস্থিতিতে, ঈদুল আজহা একদিন পরে উদযাপিত হবে। সেক্ষেত্রে ৭ জুন (শনিবার) হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী তারিখগুলো নিশ্চিত হলে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা ৫ জুন থেকে ৮ জুন (বৃহস্পতিবার থেকে রোববার) পর্যন্ত চার দিনের দীর্ঘ সাপ্তাহিক ছুটি উপভোগ করতে পারবেন। তবে ছুটির কাছাকাছি সময়ে আনুষ্ঠানিক চাঁদ দেখার ঘোষণার মাধ্যমে চূড়ান্ত তারিখ নিশ্চিত করা হবে। এই চাঁদ দেখা ইসলামি ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর ওপর ভিত্তি করে ঈদুল আজহার সঠিক তারিখ নির্ধারিত হয়।