ভারতীয় উপকূলে ৬৪০ কন্টেইনারসহ জাহাজডুবি, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

ভারতের কেরালা উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ১৩টি বিপজ্জনক রাসায়নিক পদার্থবাহী কনটেইনারসহ মোট ৬৪০টি কনটেইনার ছিল। এর ফলে পরিবেশগত ক্ষতির ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে। রোববার (২৫ মে) সকালে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভারতীয় কোস্টগার্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, রোবাবর (২৫ মে) ভোরে লাইবেরিয়ার জাহাজ এমএসসি এলসা-৩ দ্রুত একদিকে হেলে পড়ে এবং উত্তর-পূর্ব অবস্থানে ডুবে যায়। জাহাজে থাকা ২৪ জন ক্রু সদস্যের মধ্যে ২১ জনকে প্রথমে উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন ক্রু ডুবন্ত জাহাজটি ছেড়ে বেরিয়ে আসার পর পরবর্তীতে তাদের উদ্ধার করা হয়। ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।
পরিবেশগত ঝুঁকির আশঙ্কা
ডুবে যাওয়া জাহাজটির ৬৪০টি কন্টেইনারের মধ্যে ১৩টিতে বিপজ্জনক পণ্য ছিল, যার মধ্যে ১২টি কন্টেইনারে ছিল ক্যালসিয়াম কার্বাইড। এ ছাড়াও, জাহাজটির ট্যাঙ্কে ৮৪ দশমিক ৪৪ মেট্রিক টন ডিজেল এবং ৩৬৭ দশমিক ১ মেট্রিক টন ফার্নেস তেল ছিল বলে আইসিজি জানিয়েছে।
কেরালার উপকূল তার সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং পর্যটন আকর্ষণের জন্য পরিচিত, যা এই পরিবেশগত ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) সম্ভাব্য সব পরিস্থিতিতে দূষণ মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে এবং রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দূষণ প্রতিক্রিয়া সরঞ্জাম দিয়ে সজ্জিত সক্ষম জাহাজ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তেল ছড়িয়ে পড়ার ম্যাপিং প্রযুক্তিসহ আইসিজি বিমান পরিস্থিতি মূল্যায়ন করছে। তবে, বর্তমানে কোনো তেল ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।

উদ্ধার তৎপরতা ও সতর্কবার্তা
গত শনিবার (১৪ মে) কেরালা উপকূল থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল এমএসসি এলসা-৩। শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে জাহাজটির মালিকানাধীন কোম্পানি ভারতীয় কর্তৃপক্ষকে জানায় যে, জাহাজটি ২৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে এবং জরুরি সহায়তা চায়। এরপর থেকেই উপকূলরক্ষী বাহিনী ও ভারতীয় নৌবাহিনী জাহাজটি টেনে আনার জন্য সহায়তায় এগিয়ে আসে। একজন প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, মূল কোম্পানির আরেকটি জাহাজ এলাকায় পৌঁছেছে সহায়তা করার জন্য।
কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) সাধারণ জনগণকে সতর্ক করেছে যে, উপকূলে ভেসে আসতে পারে এমন কোনো কনটেইনার বা তেলের বিষয়ে যেন তারা সতর্ক থাকেন। উপকূলে কোনো কনটেইনার বা তেল দেখলে অবিলম্বে পুলিশকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১৮৪ মিটার দীর্ঘ জাহাজ এমএসসি এলসা-৩ গত শুক্রবার (২৩ মে) ভিজিনজাম বন্দর থেকে কোচির উদ্দেশ্যে রওনা হয়েছিল। জাহাজের ২৪ সদস্যের ক্রুদের মধ্যে একজন রাশিয়ান (মাস্টার), ২০ জন ফিলিপিনো, দুইজন ইউক্রেনীয় এবং একজন জর্জিয়ান নাগরিক ছিলেন।
এই ঘটনা কেরালা উপকূলের সংবেদনশীল পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।