তালাকের পর দুধ দিয়ে গোসল করে ‘মুক্তি’ উদযাপন যুবকের

স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর ভারতের আসামের নলবাড়ি জেলার এক যুবক দুধ দিয়ে গোসল করে তার ‘মুক্তি’ উদযাপন করেছেন। মানিক আলী নামের এই যুবকের দুধ দিয়ে গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
আজ রোববার (১৩ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মানিক আলী তার বাড়ির বাইরে একটি প্লাস্টিকের পাটির ওপর দাঁড়িয়ে আছেন। তার সামনে রাখা আছে দুধভর্তি চারটি বালতি। তিনি একটার পর একটা বালতি থেকে দুধ নিয়ে নিজের গায়ে ঢালছেন আর বলছেন, ‘আজ থেকে আমি মুক্ত।’
মানিক আলী নিজেই এই ভিডিওটি ধারণ করেছেন। ভিডিওতে তিনি অভিযোগ তুলে বলেন, আমার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যেত। পরিবারের শান্তির কথা ভেবে আমি এতদিন চুপ ছিলাম।

স্থানীয়রা জানান, ওই দম্পতি আইনগতভাবে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেওয়ার আগে তার স্ত্রী অন্তত দুবার পালিয়ে গিয়েছিলেন।
মানিক আলী ভিডিওতে আরও বলেন, গতকাল আমার আইনজীবী জানিয়েছেন যে তালাক চূড়ান্ত হয়েছে। তাই আজ আমি আমার এই স্বাধীনতা উদযাপন করতে দুধ দিয়ে গোসল করছি। তার এই উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।