পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে ‘জোকার’ বললেন ওয়াইসি

ভারতের অপারেশন সিঁদুরের জবাবে চালু হওয়া ‘অপারেশন বুনিয়ান-উল-মারসুস’-এর একটি স্মারক হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির ছবি তোলেন। এ ছবি প্রকাশের পর তাদের ‘বোকা জোকার’ বলে তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সামরিক অভিযানের ‘কথিত’ জয়কে প্রচার করতে মুনির, শরিফকে এই স্মারক উপহার দেন। স্মারকটির সঙ্গে চীনা সামরিক মহড়ার মতো একটি চিত্রকর্মও প্রদর্শিত হয়। এই অনুষ্ঠানে পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত ছিলেন বলে জানা গেছে, যার মধ্যে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ছিলেন।
কুয়েতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় ওয়াইসি বলেন, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং তার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তার সেনাপ্রধানের ‘নকল করার জন্য বুদ্ধির প্রয়োজন’।
ওয়াইসি কটাক্ষ করে বলেন, ‘এই বোকা রসিকরা ভারতের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। তারা ২০১৯ সালের চীনা সেনাবাহিনীর মহড়ার একটি ছবি দিয়েছে, দাবি করেছে যে এটি ভারতের বিরুদ্ধে বিজয়। পাকিস্তান এতেই লিপ্ত। তারা একটি সঠিক ছবিও উপহার দিতে পারে না।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা ছোটবেলায় শুনতাম ‘নাকল কারনে কে লিয়ে আকাল চাহিয়ে’ (নকল করার জন্য বুদ্ধিমত্তা প্রয়োজন)। ‘নালায়কো কে পাস তো আকাল ভি নাহি হ্যায়’ (এই অযোগ্য লোকদের মস্তিষ্কও নেই)।’

হায়দরাবাদের এই সংসদ সদস্য ২২ এপ্রিলের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই ভারতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানি নেতাদের ভূমিকার জন্য নিন্দা করে আসছেন।

উল্লেখ্য, পেহেলগাম হামলার জবাবে ৭ মে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোর ওপর ‘অপারেশন সিঁদুর’ নামে হামলা চালায়। এরপর ৮, ৯ এবং ১০ মে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। সে সময় ইসলামাবাদ ভারতের সামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষতির দাবি করেছিল, যা নয়াদিল্লি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল।