নিজস্ব ‘স্টিলথ ফাইটার জেট’ তৈরির অনুমোদন দিল ভারত

নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান তৈরির একটি কাঠামো অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উন্নত ফাইটার জেট তৈরির এই প্রকল্পটি অনুমোদন করেছেন।
মঙ্গলবার (২৭ মে) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি হবে টুইন-ইঞ্জিনের। প্রকল্পটি রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির (এডিএ) মাধ্যমে বাস্তবায়িত হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো অনুযায়ী, শিগগিরই সরকারি ও বেসরকারি উভয় প্রতিরক্ষা সংস্থাকে এই উচ্চাভিলাষী প্রকল্পে স্টিলথ বিমানের প্রোটোটাইপ তৈরির মাধ্যমে অংশগ্রহণের জন্য প্রাথমিক আগ্রহ প্রকাশ করতে আমন্ত্রণ জানাবে এডিএ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্টিলথ ফাইটার প্রোগ্রামের নেতৃত্ব দেবে শুধুমাত্র একটি দেশীয় সংস্থা, যার জন্য একক অথবা যৌথ উদ্যোগেও বিড করা যাবে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানই বিড করতে পারবেন। প্রতিরক্ষা খাতে বেসরকারি উৎপাদন বাড়াতে এবং রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের প্রাথমিক ফাইটার জেট নির্মাণ প্রতিষ্ঠান হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) ওপর চাপ কমাতে এই বছরের মার্চ মাসে একটি শীর্ষ প্রতিরক্ষা কমিটি বেসরকারি সংস্থাগুলোকে এই কাজে সংযুক্ত করার সুপারিশ করেছিল।
প্রতিবেদনে বলা হয়, ভারত স্টিলথ ফাইটার প্রকল্পে জোর দিয়েছে কারণ তাদের বর্তমান ফাইটার জেটগুলির বেশিরভাগই রাশিয়ান এবং ফরাসি সামরিক বিমান। দেশটির বিমান বাহিনীতে বর্তমানে স্কোয়াড্রনের সংখ্যা ৩১, যা অনুমোদিত ৪২টি স্কোয়াড্রন থেকে অনেক কম।
অন্যদিকে দ্রুত বিমান বাহিনী সম্প্রসারণ করছে চীন। একইসঙ্গে পাকিস্তানকে তাদের সক্ষমতা বাড়াতেও সহায়তা করছে দেশটি। যার কারণে নিজস্ব স্টিলথ বিমান প্রকল্প দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি।