ইয়েমেনে এক সপ্তাহে ১১৭১টি মাইন অপসারণ করল সৌদির প্রকল্প

গত সপ্তাহে ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে ১১৭১টি বিস্ফোরক ডিভাইস (মাইন) সরিয়ে ফেলেছে সৌদি আরবের বিশেষ প্রকল্প ‘মাসাম’ । বুধবার (১৬ জুলাই) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই খবর জানিয়েছে।
অপসারণ করা বিস্ফোরকগুলোর মধ্যে ছিল ১১২৪টি অবিস্ফোরিত বোমা, ৪৬টি ট্যাংক-বিধ্বংসী মাইন ও একটি ব্যক্তি-বিধ্বংসী মাইন। এগুলি নির্বিচারে বসানো হয়েছিল। যা শিশু, নারী ও বৃদ্ধসহ সাধারণ মানুষের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। খবর আরব নিউজের।
এই প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ওসামা আল-গোসাইবি জানিয়েছেন, ২০১৮ সালে মাসাম প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৫৪ হাজার ৬৬টি মাইন সরিয়ে অপসারণ করা হয়েছে।
ইয়েমেনের মারিব, আদেন, জউফ, শাবওয়া, তাইজ, হুদাইদা, লাহিজ, সানা, আল-বাইদা, আল-ধালে অঞ্চলে এই মাইন অপসারণের কাজ করা হয়।

মাসাম প্রকল্প স্থানীয় প্রকৌশলীদের প্রশিক্ষণ দেয় এবং তাদের আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করে। এছাড়া বিস্ফোরকের কারণে আহত ইয়েমেনিদের সহায়তাও দেওয়া হয়। তাদের প্রধান কাজ হলো গ্রাম, রাস্তা ও স্কুলগুলো থেকে বিস্ফোরক সরিয়ে ফেলা, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে এবং মানবিক সাহায্য সহজে পৌঁছানো যায়।