গাজায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু বেড়ে ২২৭

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩১ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫১৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সৃষ্ট অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুসহ পাঁচজন মারা গেছেন। এ নিয়ে ক্ষুধাজনিত কারণে মোট মৃতের সংখ্যা এখন ২২৭ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ১০৩ জনই শিশু।
গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন চারজন আল জাজিরার সাংবাদিক। তাদের জানাজায় অংশ নিতে ফিলিস্তিনিদের ব্যাপক ভিড় দেখা গেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে লন্ডন, বার্লিন, তিউনিস ও রামাল্লাহসহ বিশ্বের বিভিন্ন প্রধান শহরে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ এই ঘটনাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের গত ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজায় এ পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ৫৯৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ৫৪ হাজার ৮৮ জন। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি ব্যক্তিকে বন্দি করা হয়েছে।