পাকিস্তান, চীন ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ২০ আগস্ট

পাকিস্তান, আফগানিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় আলোচনার জন্য আগামী ২০ আগস্ট কাবুলে মিলিত হবেন। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
খবরে বলা হয়, এই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অংশ নেবেন।
সূত্র জানায়, বৈঠকে সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ৫ আগস্ট পাকিস্তান সফরের কথা ছিল। তবে উভয় দেশই পরে ‘টেকনিক্যাল’ কারণ উল্লেখ করে এক বিবৃতিতে তার সফর বাতিলের কথা জানায়।

কাবুল বৈঠকের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী পরের দিন, অর্থাৎ ২১ আগস্ট পাকিস্তান সফর করবেন বলে সূত্র জানিয়েছে।