দিল্লিতে সম্রাট হুমায়ুনের সমাধির কাছে দরগার ছাদ ধসে নিহত ৫

সামাজিক যোগাযোগ মধ্যম এক্সে প্রকাশ হওয়া ভিডিও থেকে নেওয়া ছবি
দিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি দরগার একাংশের ছাদ ধসে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১২ জনকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হুমায়ুনের সমাধির কাছে ১৬ শতকের ধর্মীয় স্থাপনা ‘দরগাহ শরীফ পাট্টে শাহ’-তে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ থেকে ২০ জন মানুষ ভবনের ভেতরে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলের ভিডিওতে একটি ছোট, হালকা-সবুজ রঙের ভবন দেখা যায়, যার একদিকে ছাদ ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাদটি প্রায় ২৫ থেকে ৩০ বছরের পুরোনো। দুর্ঘটনার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।