ইরানে বন্দুকধারীদের হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবারে (১৬ আগস্ট) এ হামলার দায় স্বীকার করেছে একটি সশস্ত্র গোষ্ঠী। ইরানের সংবাদ সংস্থা ফার্স ও ইরনার বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে বলা হয়, গোলাগুলোর ঘটনাটি ঘটেছে সিস্তান-বালুচিস্তান প্রদেশে, যা দেশটির অন্যতম দরিদ্র একটি অঞ্চল। সেখানে নিরাপত্তা বাহিনী ও বালুচ সংখ্যালঘু বিদ্রোহী, সুন্নি চরমপন্থী গোষ্ঠী এবং মাদক পাচারকারীদের মধ্যে প্রায়ই সংঘাত হয়।
পুলিশের বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, পুলিশের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলির সময় একজন কর্মকর্তা নিহত হন। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন।
শিয়া-অধ্যুষিত ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সুন্নি মুসলিমদের একটি বড় নৃ-তাত্ত্বিক বালুচ জনগোষ্ঠী বাস করে। ফার্স জানিয়েছে, গোলাগুলির সময় হামলাকারীরাও আহত হয়। তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্নি সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) এ হামলার দায় স্বীকার করে। পাকিস্তান সীমান্তে অবস্থিত এই গোষ্ঠীটি গত কয়েক বছরে ওই এলাকায় একাধিক হামলার দায় স্বীকার করেছে।

গত রোববারও এই গোষ্ঠীটি সিস্তান-বালুচিস্তানে একটি হামলা চালায়, যাতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এর আগে ২৬ জুলাই একই প্রদেশের একটি আদালতে জাইশ আল-আদলের হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছিলেন।