ইরানে এ বছর ১ হাজার জনের মৃত্যুদণ্ড কার্যকর : আইএইচআর

ইরানে ২০২৫ সালে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) গ্রুপ এ তথ্য জানিয়ে ইরানের কারাগারে ‘গণহত্যা অভিযানের’ নিন্দা জানিয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আইএইচআর জানিয়েছে, ইরানে শুধু গত সপ্তাহেই কমপক্ষে ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই হিসেবে গড়ে প্রতিদিন নয়জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানে দৈনিক মৃত্যুদণ্ডের সংখ্যা গণনা ও যাচাই করে দেখে আইএইচআর।