চ্যাটজিপিটির ভুল পরামর্শে বিমানবন্দরে আটকা দম্পতি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওপর মানুষের নির্ভরতা দিন দিন বাড়ছে। অনেকেই দৈনন্দিন বিভিন্ন কাজের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করছেন। সম্প্রতি স্প্যানিশ এক দম্পতি চ্যাটজিপিটি ভুল পরামর্শের কারণে তাদের ফ্লাইট মিস করে কঠিন অভিজ্ঞতার শিকার হয়েছেন। তাদের এই ঘটনা প্রমাণ করে, অন্ধভাবে এআই-এর ওপর নির্ভর করা কতটা বিপজ্জনক হতে পারে।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, মেরি ক্যালডাস নামে এক নারী বিমানবন্দরে বসে কাঁদছেন। তার সঙ্গী আলেজান্দ্রো সিড তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
ভিডিওতে মেরি জানান, শিল্পী ব্যাড বানির একটি কনসার্ট দেখার জন্য পুয়ের্তো রিকো যাওয়ার আগে তারা চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন, তাদের ভিসার প্রয়োজন হবে কি না। চ্যাটজিপিটি তাদের জানায়, ভিসার প্রয়োজন নেই। তবে, পুয়ের্তো রিকো ভ্রমণের জন্য যে ইএসটিএ (ভ্রমণ অনুমোদনের জন্য ইলেকট্রনিক সিস্টেম)-এর প্রয়োজন, সে বিষয়ে চ্যাটজিপিটি তাদের সতর্ক করতে ব্যর্থ হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর এয়ারলাইন্স কর্মীরা জানান, ইএসটিএ ছাড়া তারা ফ্লাইটে উঠতে পারবেন না।
মেরি বলেন, আমি সবসময় অনেক গবেষণা করি, কিন্তু আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছি ও তারা না বলেছে।
মেরি হতাশ হয়ে বলেন, তিনি চ্যাটজিপিটিকে আর বিশ্বাস করেন না। তার ধারণা, তিনি মাঝে মাঝে চ্যাটজিপিটিকে গালিগালাজ করেন, আর এই ভুল তথ্য দিয়ে চ্যাটজিপিটি তার প্রতিশোধ নিয়েছে।
চ্যাটজিপিটি ব্যবহারের এমন ভুল ফল দেওয়ার এটিই একমাত্র ঘটনা নয়।
আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ৬০ বছর বয়সী একজন ব্যক্তি চ্যাটজিপিটির পরামর্শে তার খাবার থেকে টেবিল লবণ (সোডিয়াম ক্লোরাইড) বাদ দিয়ে সোডিয়াম ব্রোমাইড ব্যবহার করা শুরু করেন। সোডিয়াম ব্রোমাইড একসময় ওষুধে ব্যবহৃত হলেও এখন এটি বিষাক্ত হিসেবে পরিচিত। চ্যাটজিপিটির পরামর্শ মেনে চলার পর ওই ব্যক্তি ‘ব্রোমাইজম’ নামের এক ধরনের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

প্রতিবেদনে বলা হয়, চ্যাটজিপিটির পরামর্শের পর ওই ব্যক্তি ইন্টারনেট থেকে সোডিয়াম ব্রোমাইড সম্পর্কে জানতে পারেন ও সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে এটি ব্যবহার করা শুরু করেন।
এই ঘটনাটি আবারও প্রমাণ করে, গুরুত্বপূর্ণ বিষয়ে এআই-এর পরামর্শ যাচাই না করে অনুসরণ করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।