আফগানিস্তানে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি বাস, একটি ট্রাক এবং একটি মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮-এ দাঁড়িয়েছে। বাসটিতে ইরান থেকে ফেরা আফগান শরণার্থীরা ছিলেন। আজ বুধবার (২০ আগস্ট) প্রাদেশিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে হেরাত প্রদেশের গুজারা জেলায় এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বাসটি একটি মোটরসাইকেল ও জ্বালানিবাহী ট্রাককে আঘাত করলে একটি ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগে। এতে ঘটনাস্থলেই ৭৬ জন নিহত হন। বুধবার কর্মকর্তারা জানান, তিনজনের মধ্যে দুজন গুরুতর আহত অবস্থায় পরে মারা গেলে মৃতের সংখ্যা ৭৮-এ পৌঁছায়।
সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ জন শিশুও নিহতদের মধ্যে রয়েছে। তবে প্রাদেশিক পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই সংখ্যা ১৯। সামরিক হাসপাতালের প্রধান চিকিৎসক মোহাম্মদ জান্নাহ মোকাদ্দাস জানান, অনেক মরদেহ "শনাক্ত করা যাচ্ছিল না" কারণ সেগুলো আগুনে পুড়ে গিয়েছিল।
৩৪ বছর বয়সী প্রত্যক্ষদর্শী আকবর তাওয়াকোলি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বেশ বড় আগুন ছিল...। অনেক চিৎকার শোনা যাচ্ছিল, কিন্তু আমরা কাউকে বাঁচানোর জন্য ৫০ মিটার কাছেও যেতে পারিনি।" তিনি আরও বলেন, "বাস থেকে কেবল তিনজনকে বাঁচানো সম্ভব হয়েছিল। তাদের শরীরেও আগুন লেগেছিল এবং কাপড় পুড়ে গিয়েছিল।’

এএফপি-র একজন সাংবাদিক জানান, বুধবার সকালে ঘটনাস্থলে বাসটির পোড়া কাঠামো এবং দুমড়ানো-মোচড়ানো অন্যান্য গাড়ির ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছিল।