আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, রাশিয়ার ৫৪৬ ড্রোন ধ্বংসের দাবি

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রে চলমান আলোচনার মধ্যে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা। খবর বার্তা সংস্থা এএফপির।
ইউক্রেনের বিমানবাহিনী আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) জানায়, রুশ বাহিনী বুধবার রাতে ৫৭০টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালায়। তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সফলভাবে ৫৪৬টি ড্রোন ও ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এই হামলায় একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার আগ্রাসন বন্ধ করার জন্য নতুন করে উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই এই হামলাটি ঘটল। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এই মাসেই যুদ্ধ শেষ করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। তিনি তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ওয়াশিংটনে আলাদা আলোচনা করেছেন।