ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল ইউক্রেন, ইইউতে যোগদানে ট্রাম্পের সহায়তা প্রত্যাশা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ঘোষণা করেছেন যে, তার দেশ একটি নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হাঙ্গেরিকে চাপ দেওয়ার বিষয়ে সহায়তা চেয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
জেলেনস্কি এএফপিকে জানান, ‘ফ্ল্যামিঙ্গো’ নামের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি ৩ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বর্তমানে ইউক্রেনের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র। আগামী ফেব্রুয়ারির মধ্যে এটি ব্যাপকভাবে উৎপাদন শুরু হতে পারে।
জেলেনস্কি আরও জানান, ‘তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন হাঙ্গেরি তাদের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রক্রিয়াকে বাধা না দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তার দল এ বিষয়ে কাজ করবে।’
একই মন্তব্যে জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণে চীনের ভূমিকা চান না বলে জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, চীন যুদ্ধ থামাতে সাহায্য করেনি বরং ড্রোন সরবরাহ করে রাশিয়াকে সহায়তা করেছে।

এছাড়া জেলেনস্কি বলেছেন, ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার পর তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। তিনি সুইজারল্যান্ড, অস্ট্রিয়া বা তুরস্ককে সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠকেরও আগ্রহ প্রকাশ করেছেন। তিনি রুশ বাহিনীর জাপোরিঝিয়া অঞ্চলে সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে বলেও দাবি করেন।