মার্কিন সামরিক ড্রোন নিয়ে মহাকাশে গেল স্পেসএক্সের রকেট

মার্কিন সামরিক বাহিনীর গোপন ড্রোন নিয়ে মহাকাশে সফলভাবে যাত্রা করেছে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে এই উৎক্ষেপণ করা হয়। খবর এএফপির।
স্পেসএক্সের সরাসরি সম্প্রচার অনুযায়ী, রকেটটি রাত ১১টা ৫০ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
মার্কিন মহাকাশ বাহিনী জানিয়েছে, এই মিশনে ড্রোনটি নিয়ে ‘বিস্তৃত পরিসরে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা চালানো’ হবে।
গত মাসে এক বিবৃতিতে সংস্থাটি বলেছিল, এই কার্যনির্বাহী গবেষণা ও পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে লেজার যোগাযোগ এবং মহাকাশে পরীক্ষা করা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম ইনর্শিয়াল সেন্সরের মতো পরবর্তী প্রজন্মের প্রযুক্তি।

একইসঙ্গে বলা হয়েছে, মিশন ৮ যুক্তরাষ্ট্রের মহাকাশ-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার স্থিতিস্থাপকতা, দক্ষতা এবং নিরাপত্তা উন্নত করতে অবদান রাখবে।

একটি ছোট বাস আকারের এক্স-৩৭বি মহাকাশ ড্রোনটি দেখতে ২০১১ সালে অবসর নেওয়া মনুষ্যবাহী স্পেস শাটলের একটি ছোট সংস্করণের মতো। এটি প্রায় নয় মিটার (৩০ ফুট) লম্বা, এর ডানার বিস্তার ১৫ ফুট। ড্রোনটি সৌর প্যানেলের মাধ্যমে শক্তি পায়। ২০১০ সাল থেকে কার্যকর থাকা এই এক্স-৩৭বি অরবিটাল টেস্ট ভেহিকলটি বোয়িং দ্বারা এয়ার ফোর্সের জন্য তৈরি করা হয়েছিল। এর আগের মিশনে এক্স-৩৭বি মার্কিন মহাকাশ সংস্থা নাসার জন্য বিভিন্ন পরীক্ষা চালিয়েছিল।