ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জটিলতায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপে সরকারের সমর্থন না পাওয়ায় ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডকাম্প পদত্যাগ করেছেন।
স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) নিউ সোশ্যাল কনট্রাক্ট দলের এ নেতা জানান, ইসরায়েলের বিরুদ্ধে “অর্থবহ পদক্ষেপ” নেওয়ার জন্য তিনি মন্ত্রিসভায় একমত হতে ব্যর্থ হয়েছেন। ইতোমধ্যেই আরোপিত কিছু নিষেধাজ্ঞা নিয়েও তিনি সহকর্মীদের প্রতিরোধের মুখে পড়েছিলেন।
ফেল্ডকাম্প এর আগে কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভিরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি গাজার মানবিক পরিস্থিতি ও “ঝুঁকিপূর্ণ ব্যবহার”-এর আশঙ্কা উল্লেখ করে নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের জন্য তিনটি রপ্তানি অনুমতিও বাতিল করেছিলেন।
তিনি সাংবাদিকদের বলেন, “গাজায় যা ঘটছে, গাজা সিটিতে হামলা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমের ঘটনাগুলোও আমি দেখছি।”
ফেল্ডকাম্পের পদত্যাগের পর তার দল নিউ সোশ্যাল কনট্রাক্ট-এর সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিবও সংহতি প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে দাঁড়ান। এর ফলে বর্তমানে নেদারল্যান্ডসে কার্যত পররাষ্ট্রমন্ত্রীবিহীন অবস্থা তৈরি হয়েছে।
বার্লিন থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফেল্ডকাম্প সংসদে বিরোধী দলের বাড়তে থাকা চাপের মুখে পড়েছিলেন। বিরোধীরা ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছিল।
কয়েক সপ্তাহ আগে তিনি দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেও সাম্প্রতিক গাজা সিটির ওপর হামলার পর চাপ আরও বাড়ে। ফেল্ডকাম্প ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিতের পক্ষেও ছিলেন, তবে জার্মানির বাধার কারণে তা সম্ভব হয়নি। ফলে ডাচ সংসদ থেকেও এককভাবে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জোরালো হয়।
সীমিত নিষেধাজ্ঞা আরোপ করলেও নেদারল্যান্ডস এখনও ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ শৃঙ্খলে যুক্ত রয়েছে। জুনে প্রকাশিত প্যালেস্টিনিয়ান ইউথ মুভমেন্ট-এর গবেষণায় দেখা যায়, এফ-৩৫-এর যন্ত্রাংশবাহী জাহাজ নিয়মিতভাবে রটারডাম বন্দরে নোঙর করে। এ যুদ্ধবিমানগুলো গাজায় ইসরায়েলের বিমান হামলায় ব্যবহৃত হচ্ছে, যেখানে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এ সপ্তাহের শুরুতে নেদারল্যান্ডসসহ আরও ২০টি দেশ পশ্চিম তীরে বড় ধরনের নতুন বসতি সম্প্রসারণ অনুমোদনের জন্য ইসরায়েলকে নিন্দা জানিয়েছে। তারা এ পদক্ষেপকে “অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী” বলে মন্তব্য করেছে।
ফেল্ডকাম্পের পদত্যাগের পর এখনও কোনো উত্তরসূরির নাম ঘোষণা করা হয়নি। গত ৩ জুন পূর্ববর্তী জোট ভেঙে পড়ার পর থেকে নেদারল্যান্ডসে একটি তত্ত্বাবধায়ক সরকার চলছে। আগামী অক্টোবরের নির্বাচনের পর নতুন জোট গঠনে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।