নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটি কানাডা সীমান্তের নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরে ফিরছিল। এ সময় নিউইয়র্ক স্টেট থ্রু-ওয়ে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। খবর বিবিসির।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বেশিরভাগই ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটক। দুর্ঘটনায় প্রথমে এক শিশুর নিহত হওয়ার খবর জানানো হলেও পরে পুলিশ তা প্রত্যাহার করে নেয়।
ঘটনার সময় বাসে মোট ৫২ জন যাত্রী ছিলেন, যাদের বয়স এক বছর থেকে ৭৪ বছরের মধ্যে। দুর্ঘটনার পর কিছু যাত্রী বাস থেকে ছিটকে পড়ে এবং বেশ কয়েকজন দীর্ঘ সময় ভেতরে আটকে ছিলেন। পুলিশের ধারণা, অধিকাংশ যাত্রী সিটবেল্ট বাঁধা ছিলেন না।
দুর্ঘটনাস্থল নিউইয়র্কের বাফেলো শহর থেকে প্রায় ৩০ মাইল পূর্বে পেমব্রোক এলাকায়। সেখানে দ্রুত অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এক হাসপাতালে ভর্তি ২৪ জন প্রাপ্তবয়স্ককে সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। শিশু রোগীদের কাছের শিশু হাসপাতালে নেওয়া হয়েছে।
ভাষাগত সমস্যার কারণে অনুবাদক ও প্রযুক্তিগত ডিভাইস ব্যবহার করে উদ্ধারকাজ ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
নিউইয়র্ক স্টেট পুলিশের ট্রুপ কমান্ডার অ্যান্ড্রে রে মেজর সংবাদ সম্মেলনে বলেন, “দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। তবে মেকানিক্যাল ত্রুটি বা চালকের মাদকাসক্তি ও অক্ষমতা—দুটিই প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।” তিনি আরও জানান, চালক তদন্তে সহযোগিতা করছেন এবং এখন পর্যন্ত কোনো অভিযোগ গঠন করা হয়নি।
পুলিশ জানিয়েছে, বাসটি পূর্বমুখী হয়ে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিডিয়ানে গিয়ে পড়ে এবং পরে খাদে নেমে যায়।
এক প্রত্যক্ষদর্শী দ্য বাফেলো নিউজকে বলেন, “আমি রাস্তার পাশে উল্টে থাকা বাস দেখেছি। চারপাশে যাত্রীদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। জানালার কাচ ভাঙা ছিল। আমি যতটুকু দেখেছি, সবাই সচেতন অবস্থায় ছিলেন।”
দুর্ঘটনার পর স্থানীয় রক্ত সরবরাহ সংস্থা কানেক্টলাইফ জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছে। সংগঠনের মুখপাত্র সারা ডিনা বলেন, “আমাদের কমিউনিটি সংকটে আছে। এখনকার প্রতিটি রক্তদান সরাসরি জীবন বাঁচাতে সাহায্য করবে।”

এছাড়া রেড ক্রস একটি পারিবারিক পুনর্মিলনী কেন্দ্র চালু করেছে, যাতে ভিন্ন হাসপাতালে পাঠানো শিশু ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ করানো যায়।
কর্তৃপক্ষ দুর্ঘটনার ভিডিও থাকা চালকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে, যাতে তদন্তে সহায়তা করা যায়।