চীন অপ্রতিরোধ্য, কাউকে ভয় পাবে না : শি জিনপিং
চীনের রাজধানী বেইজিংয়ে “ভিক্টরি ডে” প্যারেড নামে বৃহৎ সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এ মহড়ার উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনসহ ২৬ দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। শি, পুতিন ও কিম একসঙ্গে এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হলেন। খবর বিবিসির।
এর আগে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক কুচকাওয়াজ শুরুর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনসহ বিশ্বনেতাদের স্বাগত জানান।
মহড়ার উদ্বোধন করে প্রেসিডেন্ট শি বলেন, “চীন অপ্রতিরোধ্য, কাউকে ভয় পাবে না এবং কোনো ধরনের বুলিংয়ের শিকার হবে না।”

ভাষণে শি চীনের জনগণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর বিজয় স্মরণ করতে আহ্বান জানান।
রাজধানী বেইজিংয়ের চ্যাংআন অ্যাভিনিউতে চীনা সেনাবাহিনীর বিভিন্ন শাখার হাজার হাজার সৈন্য এ কুচকাওয়াজে অংশ নেয়।
বৃহৎ সামরিক কুচকাওয়াজে লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিশাল পানির নিচের ড্রোনসহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উন্মোচন করেছে দেশটি।

চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ্যে আনার পাশাপাশি কুচকাওয়াজে প্রদর্শিত কিছু অস্ত্র তাইওয়ান আক্রমণের সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত বহন করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বেইজিং দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুচকাওয়াজে অংশ নেননি। তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে শি, পুতিন ও কিমকে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আক্রমণ করেন।

তিনি ট্রুথ সোশ্যালে পোস্ট করে প্রশ্ন তোলেন, শি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের “বিশাল সহায়তা”র কথা স্মরণ করবেন না? একই সঙ্গে তিনি পুতিন ও কিমকে যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করেন।