অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল যুক্তরাজ্য

আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি সরকারি কর্মকর্তাদের যোগদানে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বাড়ানোর জেরে এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইকুইপমেন্ট ইন্টারন্যাশনাল (ডিএসইআই) ইউকে ২০২৫’ নামক প্রদর্শনীতে কোনো ইসরায়েলি সরকারি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হবে না। তবে এই নিষেধাজ্ঞার আওতায় ইসরায়েলি কোম্পানিগুলো থাকবে না, তারা মেলায় অংশ নিতে পারবে।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধি একটি ‘ভুল পদক্ষেপ’ ছিল। তারা একটি কূটনৈতিক সমাধানের পক্ষে জোর দিয়েছেন। যার মধ্যে যুদ্ধবিরতি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি অন্তর্ভুক্ত।
নিষেধাজ্ঞার প্রতিবাদে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে ঘোষণা করেছে, তারা সম্পূর্ণভাবে প্রদর্শনী থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ব্রিটেন ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েল যদি আন্তর্জাতিক আইন মেনে চলে, তাহলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

এই সিদ্ধান্তটি এমন এক সময়ে নেওয়া হলো যখন আন্তর্জাতিকভাবে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। এর আগে গত মে মাসে ফ্রান্সও ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন।