যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে ছুরিকাঘাতে নিহত ২, আহত ৩

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি জনাকীর্ণ সিনাগগের (ইহুদি উপাসনালয়ে) বাইরে ছুরিকাঘাতে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এই হামলার সময় সন্দেহভাজন ব্যক্তিকে যুক্তরাজ্যের পুলিশ গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেই শহরে যখন ইহুদিরা তাদের পবিত্র দিন ইয়োম কিপ্পুরের ছুটি উদযাপন করছিল, তখনই সেখানে জাতীয় সন্ত্রাসবাদ-প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় হয়। এর ফলে, তৎক্ষণাৎ পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়।
কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ নিশ্চিত করে, দুজন মারা গেছেন ও পুলিশ কর্মকর্তাদের গুলিতে সন্দেহভাজন অপরাধীও নিহত বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অপরাধীর শরীরে সন্দেহজনক জিনিসপত্র থাকার কারণে তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ কারণে একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছিল।
হামলায় আহত তিনজন ‘গুরুতর অবস্থায়’ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে ‘ভয়াবহ’ বলে নিন্দা জানান ও যুক্তরাজ্যের সিনাগগগুলোতে নিরাপত্তা জোরদার করার ঘোষণা দেন। তিনি লন্ডনে জরুরি নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করার জন্য ডেনমার্কে একটি ইউরোপীয় রাজনৈতিক শীর্ষ সম্মেলন ছেড়ে চলে আসেন।
রাজা তৃতীয় চার্লস বলেছেন, তিনি ও রানী ক্যামিলা ‘ম্যানচেস্টারে ভয়াবহ হামলার খবর পেয়ে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত’, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের জন্য এত গুরুত্বপূর্ণ দিনে এই ঘটনা ঘটায় তারা শোকাহত।