মিউনিখ বিমানবন্দরে ড্রোন আতঙ্কে বিমান চলাচল বন্ধ

জার্মানির মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতারাতি বেশ কয়েকটি ড্রোন দেখা যাওয়ার কারণে বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ৩০টিরও বেশি ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করা হয় ও প্রায় তিন হাজারের বেশি যাত্রী আটকা পড়েন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে একাধিক ড্রোন দেখা যাওয়ার পর মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
বিমানবন্দরের একজন মুখপাত্র এএফপিকে পাঠানো এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, শুক্রবার ভোর ৫টা থেকে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। তিনি আরও জানান, গতকাল বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য নতুন ফ্লাইট বুক করা হয়েছে ও বাতিল হওয়া ফ্লাইটগুলেঅ আজকের জন্য পুনঃনির্ধারণ করা হবে। জার্মান পতাকাবাহী বিমান সংস্থা লুফথানসার উনিশটি ফ্লাইট এই স্থগিতাদেশের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দুবার বিমানবন্দরের চারপাশে ড্রোন দেখতে পান কয়েকজন ব্যক্তি, যার ফলে উভয় রানওয়ে এক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। জার্মান কর্তৃপক্ষ ড্রোনের উৎস শনাক্ত করার জন্য অনুসন্ধান শুরু করেছে ও পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল, তবে ড্রোনের ধরন বা সংখ্যা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনাটি জার্মান জাতীয় ছুটি ঐক্য দিবস ও অক্টোবরফেস্টের শেষ সপ্তাহান্তের ঠিক আগে ঘটল।
উল্লেখ্য, সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরগুলোও অজ্ঞাত ড্রোনের কারণে ফ্লাইট স্থগিত করেছে, যদিও রোমানিয়া ও এস্তোনিয়া এর জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে, যা মস্কো অস্বীকার করেছে।