এসপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পরিদর্শকের

জাতিসংঘ শান্তি মিশনে থাকার সময় ধর্ষণের অভিযোগ এনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা মো. মোকতার হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী পরিদর্শক।
আজ বৃহস্পতিবার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামসুন্নাহারের আদালতে এই মামলাটি হয়। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং এ বিষয়ে পরবর্তীতে আদেশ দিবেন বলে জানিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, ২০১৯ সালে বাদী ও আসামি দুজনই সুদানে জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত ছিলেন। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
এরপর, ২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় যান। তিনি বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে জাপ্টে ধরে এবং পরবর্তীতে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এরপর এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি-ধামকি দেখান এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।
এজাহারে আরও বলা হয়েছে, বাদী বিষয়টি পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। সে অভিযোগটি চলমান রয়েছে।