কারওয়ান বাজারে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মন্তাজ আলী ফরহাদ (২৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আজ শনিবার বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
বাচ্চু মিয়া বলেন, ‘মন্তাজ আলী ফরহাদ ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে তাঁকে ঢামেক হাসপাতালে আনা হয়। রাত প্রায় ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহটি রাতেই মর্গে রাখা হয়েছিল। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বাচ্চু মিয়া আরও বলেন, ‘মন্তাজ আলী ফরহাদ লালবাগের শহীদ নগর এলাকার ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’