চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণের চেষ্টা, ভ্যানচালক গ্রেপ্তার
চকলেটের প্রলোভনে নয় বছরের শিশুকে ডেকে নেওয়া হয় ঘরে। এরপর চলে ধর্ষণের চেষ্টা। পরে মুখ বেঁধে লুকিয়ে রাখা হয় আলমারিতে। সাভারে গতকাল সোমবার (২ অক্টোবর) দিনগত রাতে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় এ ঘটনা ঘটে। এমন অভিযোগে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে আরিফ নামের ওই ভ্যানচালক চকলেট দেওয়ার প্রলোভনে এক শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তার মুখ বেঁধে তাকে আলমারিতে লুকিয়ে রাখেন আরিফ। পরে শিশুটির বাবা-মা অনেক খোঁজাখুঁজির পর আলমারি থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
রাতেই শিশুটির পরিবার সাভার মডেল থানায় ভ্যানচালক আরিফকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এরপর পুলিশ গিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা করেছে। ইতোমধ্যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’