নদী রক্ষায় জেলা প্রশাসকদের জোরদার ভূমিকা চায় মন্ত্রণালয়
দেশের নদ-নদীগুলোর নাব্য রক্ষা, দখল ও দূষণরোধে জেলা প্রশাসকদের যথেষ্ট ভূমিকা থাকে। জেলা প্রশাসকেরা সংশ্লিষ্ট জেলার নদীরক্ষা কমিটির সভাপতি। নদী রক্ষায় তাঁদের আরও জোরদার ভূমিকা পালন করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত কার্যঅধিবেশনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, বিভিন্ন স্থানে নদী থেকে নিয়ন্ত্রণহীনভাবে বালু উত্তোলন করা হয়। এতে করে নদী তীর ভেঙে যায় এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়। বালু উত্তোলন প্রক্রিয়া সঠিকভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যে সব জেলায় স্থলবন্দর রয়েছে, সেখানে অনৈতিক কর্মকাণ্ড যাতে না হয়, সে বিষয়গুলোতে জোর দিতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ‘নৌ-দুর্ঘটনা কমে এসেছে। কিন্তু, বড় ধরনের দুর্ঘটনা আমাদেরকে ভাবিয়ে তুলছে। দীর্ঘদিন ধরে এ ধরনের অচলায়তন আছে। রাতারাতি সমস্যার সমাধান সম্ভব নয়। প্রথম থেকেই নৌযানের নকশায় পরিবর্তনের কথা বলে আসছি। কাজ চলছে। সার্ভেয়ারদের আরও তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। সার্ভেয়ারের সংখ্যা বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে। নৌ-আইন বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ-খাতে প্রচুর বিনিয়োগ করছেন। এর প্রয়োগ সঠিক রাখা এবং যাত্রীবান্ধব করা আমাদের সবার দায়িত্ব।’
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।