নাটোরে দেশি-বিদেশি মুদ্রা, ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় র্যাব অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা, ভুয়া নিয়োগপত্র, ভুয়া এনআইডিসহ মনিরুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, চাকরি দেওয়ার নামে প্রতারণার শিকার সাতক্ষীরার শাহীন আলম ও ঠাকুরগাঁওয়ের তাজমুল হকের অভিযোগের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা নজরদারি শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে জেলার বাগাতিপাড়া উপজেলার নন্দিকুজা গ্রামের মনিরুলের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তার বাড়ি থেকে ভারতীয় রুপি, বিভিন্ন ব্যাংকের চেক বই ও এটিএম কার্ড, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন দপ্তরের ভুয়া নিয়োগপত্র জব্দ করে তারা। পরে গ্রেপ্তার করা হয় মনিরুল ওরফে রাজুকে।
গ্রেপ্তারকৃত মনিরুল ওরফে রাজুকে বাগাতিপাড়ায় থানায় হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে সাতক্ষীরার শাহীন আলম দুটি মামলা করেন।