পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত, দৌলতপুরে ৪০ হাজার মানুষ পানিবন্দি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/19/kustia_flood_pic.jpg)
পদ্মা নদীতে অস্বাভাবিকহারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলের দুই ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরাঞ্চলের ১৫টি গ্রাম ও চিলমারী ইউনিয়নের ২০টি গ্রামে পানি ঢুকে পড়ায় ওই সব গ্রামের মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে। ফলে বেড়েছে দুর্ভোগ-দুর্দশা।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের দুই ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ওই সব গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ। বন্যার পানি বৃদ্ধির ফলে আমন ধান, পাটক্ষেত, মরিচক্ষেতসহ বিভিন্ন ধরনের কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। তিনি আরও জানান, পানিবন্দি ওই সব মানুষকে আশ্রয় দানের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে আসার প্রস্ততি চলছে। কোনো মানুষ যেন অনাহারে না থাকে সেজন্য দুর্গত এলাকায় শুকনো খাবার পাঠানো হয়েছে। বন্যকবলিত এলাকায় ভাঙনরোধে বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।