কুষ্টিয়া পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক

কুষ্টিয়া পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক। ছবি : এনটিভি
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করেছে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে ইনস্টিটিউটের গেটে কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রদলের উদ্যোগে স্থাপিত হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের কলম, খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। এ সময় পলিটেকনিক ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রচণ্ড তাপদাহ থেকে স্বস্তি দিতে অভিভাবকদের জন্য বসার ছাউনি তৈরি করে ছাত্রদল। একইসঙ্গে ছাত্রশিবিরসহ আরও কয়েকটি ছাত্র সংগঠন পরীক্ষার্থীদের সহায়তায় অনুরূপ কার্যক্রম পরিচালনা করে।