কুমারখালীতে গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটি গঠন

কুষ্টিয়ার কুমারখালীতে ৫৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটিতে আল আমিন হোসেন আকাশকে আহ্বায়ক এবং শাই-ইন-কাদিরকে সদস্য সচিব করা হয়। এটিই বাংলাদেশের প্রথম উপজেলা কমিটি।
শনিবার (৩০ আগষ্ট) রাতে বাংলাদেশ ছাত্রসংসদ, কুষ্টিয়া জেলার আহ্বায়ক রিয়াদুস সালেহিন রিয়াদ ও সদস্য সচিব সায়াদ ইসলাম শ্রেষ্ঠ স্বাক্ষরিত চিঠিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সুপারিশ করেন জেলা শাখার মূখ্য সংগঠক সুজন মাহমুদ।
কমিটির অন্যান্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হোসেন। যুগ্ম আহ্বায়ক হলেন মো. সিয়াম ইসলাম, রাতুল রায়হান, আনাস হোসেন জিম, রিজভী সরোয়ার শান্ত, মাহাফুজুর রহমান, খন্দকার নওশাদ আরেফিন, মনিরা আক্তার হীরা, মো. রুপম ও সাব্বির ইসলাম। সিনিয়র সদস্য সচিব সাগর উদ্দিন। যুগ্ম সদস্য সচিব হলেন—আকলিমা খাতুন, মিরাজুল ইসলাম (মীর), আসিফ মাহমুদ, রাতুল হোসেন, রাফিউর রহমান, মোহাম্মদ আপন, কায়েস, সায়েম জোয়ার্দার, মো. নাঈম হোসেন ও মো. আব্দুল্লাহ আল নাফিস রাকিব। মূখ্য সংগঠক ফাবিহা ইবনাথ।
কমিটির সিনিয়র সংগঠক আতিকুল হাসান আসিফ। সংগঠকরা হলেন—হানজালা হোসেন, রাহাত আল ফারাবী, আরিয়া খান অরনি, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, মো. শিমুল হোসেন, আরাফাত হোসেন মৃদু্ল, নুজরাত জাহান নদী, ইয়াসিন আরাফাত চাঁদ, মোছা. ছন্দা খাতুন, হযরত আলী, সোহান প্রামাণিক, সুস্মিতা রহমান সুবর্ণ, রায়হান আহমেদ রনি, ইমরান হোসেন, মাহফুজুর রহমান ও রাজন আহমেদ।
কমিটিতে মুখপাত্র পদ পেয়েছেন রেজাউল হক মুবিন। সহমুখপাত্র অনিকা নুসরাত মিম। সদস্যরা হলেন—সামিয়া আক্তার হিরা, রোহান হোসেন, বাশার মালিথা, মো. হৃদয় হোসেন, নাইমুল হক, মো. মাহফুজ আহমেদ, শাওন হাসান, নিরব হোসেন, জিহাদ হাসান, মো. কামরুজ্জামান, মো. ফয়সাল হোসেন, রাতুল হোসেন, খন্দকার জিহাদ হোসেন, আরিয়া খান অনি ও সামিরা খাতুন হীরা।
এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ছাত্রসংসদ, কুমারখালী শাখার আহ্বায়ক আল আমিন হোসেন আকাশ বলেন, ছাত্রদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমারখালীতে ৫৯ সদস্য বিশিষ্ট কমিটি এক বছরের জন্য অনুমোদন দিয়েছে জেলা কমিটি। এইটি বাংলাদেশের প্রথম উপজেলা কমিটি।