দৌলতপুরে বিনামূল্যে চক্ষু সেবা পেল তিন হাজার নারী-পুরুষ

কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী গরীব ও অসহায় চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। নাসির উদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি শুক্রবার (২৯ আগস্ট) দিনব্যাপী চলে।
এই কর্মসূচির উদ্বোধন করেন ট্রাস্টের সভাপতি ও প্রয়াত নাসির উদ্দিন বিশ্বাসের সহধর্মিণী আনোয়ারা বিশ্বাস।
দুই দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় তিন হাজার ২০০ নারী-পুরুষ চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। এর মধ্যে অন্তত এক হাজার ৪০০ রোগীকে অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে বছরে দুইবার কুষ্টিয়া জেলাসহ আশপাশের জেলার গরীব ও অসহায় চক্ষু রোগীদের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে নাসির উদ্দিন বিশ্বাস কল্যাণ ট্রাস্ট।