ময়মনসিংহে ২১ সেচপাম্পের মোটর উদ্ধার, গ্রেপ্তার দুই

ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামে কৃষকের চুরি হওয়া ২১টি বৈদ্যুতিক সেচপাম্পের মোটর উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে চুরি হওয়া সেচপাম্পের মোটরগুলো উদ্ধার করা হয়।
আজ বুধবার বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এক ই-মেইল বার্তায় এই খবর নিশ্চিত করেছেন।
একের পর এক সেচপাম্পের মোটর চুরির ঘটনায় সেখানকার বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়। গত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে সদর উপজেলার জয়বাংলা বাজার থেকে সাব্বির (২৬) এবং তারাকান্দা থানার খামারের বাজার থেকে আজাহারুল ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে তাদের মালিকানাধীন নিজস্ব শরিফ এন্টারপ্রাইজ নামক ইলেকট্রনিক্সের দোকান থেকে চুরি হওয়া ২১টি মোটরসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ৩৮ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ সেচপাম্পের মোটর চোরদলের সদস্য এবং নিজেরা মোটর চুরি করেছেন বলে স্বীকার করেছেন।
আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানে হয়েছে বলেও জানান কোতোয়ালি মডেল থানার ওসি।
সেচ মোটর চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। চোর গ্রেপ্তার ও মোটর উদ্ধার হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে অক্টোবর মাসে ২০টি সেচপাম্পের মোটর চুরির ঘটনায় গত ৬ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক জমির উদ্দিন। অভিযোগের পর ৭ নভেম্বর ‘ময়মনসিংহে কৃষকের সেচপাম্পের মোটর চুরি, আমন আবাদ ব্যাহত’ শিরোনামে এনটিভি অনলাইনে একটি নিউজ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে পুলিশ।