মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত

ময়মনসিংহ সদর উপজেলায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা দেয়। সেই দ্বন্দ্বের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। চর সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ মসজিদের কমিটি গঠন এবং জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন।
আজ দুপুর ১২টার দিকে রফিকুল ইসলাম (৩৫) স্থানীয় বাজারে তাঁর মুদির দোকানে বেঁচাকেনা করছিলেন। এ সময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুদির দোকানে হামলা চালায়। বিষয়টি দেখে রফিকুল ইসলামের বাবা আলী আকবর ও স্থানীয়রা ফেরাতে গেলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ইসলাম মারা যান। এ ঘটনায় নিহত যুবকের বাবাসহ দুজন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। তবে, এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।