মেয়েকে ব্লেড দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বাবা আটক

বাগেরহাটের মোংলা উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার মাকড়ঢোন এলাকা থেকে পুলিশ শিশুটির বাবা মালেককে আটক করে।
পুলিশ, স্থানীয়রা ও শিশুর মা জানান, মোংলা পৌরসভার বাসিন্দা মালেক হাওলাদার গতকাল মঙ্গলবার বিকেলের দিকে ব্লেড হাতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে নিজের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা ধর্ষণ করেন। এর আগের দিন সোমবারও একই কায়দায় মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠে বাবা মালেকের বিরুদ্ধে। মালেকের স্ত্রী ইপিজেডের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। মঙ্গলবার কাজ থেকে বাড়িতে ফিরে মেয়েকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর মেয়েটি সবকিছু তার মায়ের কাছে খুলে বলেন। বিষয়টি আশপাশের মানুষের মধ্যে জানাজানি হয়। আজ দুপুরে পুলিশকে জানানো হয়। এ ঘটনায় পুলিশ আজ বিকেলে ওই এলাকা থেকে মালেককে আটক করে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলার প্রক্রিয়া চলছে। মামলার বাদী হচ্ছেন শিশুটির মা ও অভিযুক্ত মালেরকের স্ত্রী।’
এ বিষয়ে শিশুটির মা বলেন, ‘আমি ইপিজেডের একটি কারখানায় চাকরি করি। ছেলেটি অন্যের দোকানে কাজ করে। আর মেয়েটি বাড়িতে থাকে। ওর বাবা দিনমজুরের কাজ করতেন। এখন কিছুই করেন না। গত দুইদিন ধরে মেয়েটির সঙ্গে তার বাবা খারাপ কাজ করেছে। মেয়ের গলায় ব্লেড ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে ওর বাবা মালেক। ভয়ে মেয়েও আমাকে প্রথমে কিছু বলেনি। আমি ওর শরীরে ও ঘরের বিছানা-কাপড়ে রক্ত দেখে জিজ্ঞাসা করলে মেয়ে তখন সব খুলে বলে। পরে ওর বাবাকে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার কর। পরে স্বীকার করে বলে তার ভুল হয়েছে। আমি এ ঘটনার কঠিন বিচার চাই।’