পত্নীতলায় আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

গ্রেপ্তার জামান চৌধুরী। ফাইল ছবি
নওগাঁর পত্নীতলায় আকবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার মধইল বাজারে তার নিজ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামান চৌধুরী আকবরপুর ইউনিয়নের চৌধুরীপাড়ার বাসিন্দা। তিনি ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলার সহ-সভাপতি এবং সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, মহাদেবপুর থানায় একটি পুরাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।