ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এ যাবৎকালের সর্বাধিক ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন করোনা পজিটিভ ছিলেন। অপর ১৪ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে।
মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।
এদিকে হাসপাতালের করোনা ইউনিটে রোগীদের চাপ অনেক বেড়েছে। বর্তমানে নির্ধারিত শয্যার দ্বিগুণের বেশি সংখ্যক রোগী ভর্তি রয়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের আবদুল সালাম (৮০), মো. সিরাজুল হক (৫৫), ভালুকার আব্দুল হামিদ (৭০), মুক্তাগাছার নুরুল হক (৮৪), আছিয়া খাতুন (১০০), নেত্রকোনা সদরের পুষ্পা (৩০), সাদেক (৪৯), কলমাকান্দার আব্দুল মজিদ (৬৭), আটপাড়ার মাহামুদুল হাসান (৬৫), মদনের মাহবুব (৬৫) পূর্বধলার আব্দুল করিম (৫৫), জামালপুর সদরের আবদুল মজিদ (৭০), হাজেরা বেগম (৬০), টাঙ্গাইলের সানোয়ার হোসেইন (৮৫), আব্দুল সামাদ (৬৫) ও গাজীপুরের সিরাজুল ইসলাম (৮৫)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের আব্দুর রহিম (৭০), শাহাবুদ্দিন (৫৭), নান্দাইলের নজরুল ইসলাম (৭০), ফুলপুরের মুজিবুর রহমান (৬৫), তারাকান্দার হোসেন আলী (৬৫), নূরজাহান (৫৫), হালুয়াঘাটের সাইয়িদ আলী (৭৯), জামালপুর সরিষাবাড়ীর মহেজা বেগম (৬৫), দেওয়ানগঞ্জের ইমাম হোসেন (২৬), শেরপুরের ফিরোজা (৬৫), নেত্রকোনার দুর্গাপুরের আব্দুর রশীদ (৬৫), মদনের আছিয়া (৭৫), পূর্বধলার সালেমা (৮৫) ও সুনামগঞ্জের সুধারঞ্জন সরকার (৫০)
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৫২৫ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২৩ জন।
এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় এক হাজার ৭১১টি নমুনা পরীক্ষায় ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে অ্যান্টিজেন টেস্টে ২১৭ জন এবং আরটি-পিসিআর টেস্টে ১৮৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৩ দশমিক ৫০ শতাংশ।