হিলটপে হবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পাহাড়ে নির্মিত হবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তিনি বলেন, এটি হবে দেশের প্রথম হিলটপ (পর্বতচূড়া) বিশ্ববিদ্যালয়।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজসংলগ্ন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করেন মন্ত্রী। ওই সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদ্যমান মেডিকেল কলেজ হাসপাতালটি ভেঙে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রায় ১৭ একর জমির ওপর প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি হবে দেশের অন্যতম নান্দনিক প্রতিষ্ঠান।
ইঞ্জিনিয়ার মোশাররফ সাংবাদিকদের বলেন, ‘যা জায়গা আছে, প্রচুর জায়গা এখানে। হিলটপ (পর্বতচূড়া) এরিয়াতে (এলাকা) আমরা এই ইউনিভার্সিটিটা করলে এটা দৃষ্টিনন্দন হবে এবং এটা একটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে, পাহাড়ের ওপর একটা সুন্দর একটা দৃষ্টিনন্দন হিলটপ ইউনিভার্সিটি হতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মো. শরীফ প্রমুখ।