বাঁশখালীতে বিরল অজগর উদ্ধার, ইকোপার্কে অবমুক্ত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/18/ctg.jpg)
সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট সংলগ্ন পাহাড়ি জঙ্গলে সোমবার রাতে সোনালী অজগর সাপটি উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে অন্তত ১২ ফুট লম্বা একটি বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট থেকে এই সাপটি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে ইকোপার্কে অবমুক্ত করা হয় অজগরটি।
জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট সংলগ্ন পাহাড়ি জঙ্গলে থেকে আনুমানিক ১০-১২ ফিট লম্বা সোনালী অজগর সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজগর সাপটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।