যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাতকানিয়ায় যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাইল আহাম্মদ। ছবি : র্যাব-৭
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাইল আহাম্মদকে (৪৫) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ও পুলিশ। গতকাল বুধবার রাতে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, তোফাইল সাতকানিয়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাঁকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।