নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল নতুন জোট ‘যুক্তফ্রন্ট’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন নতুন জোট ‘যুক্তফ্রন্ট’।
আজ বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ ঘোষণা দেন। যুক্তফ্রন্টের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘অনুকূল পরিবেশের অভাবে নির্বাচিত হয়ে বাংলাদেশের পার্লামেন্টে যেতে পারিনি। মহান আল্লাহর দয়ায় আমার বক্তব্যগুলো গ্রহণযোগ্যতা পাওয়ার কারণে আমি চিরকৃতজ্ঞ। আমাদের সিদ্ধান্তের পরে অনেকেই সমালোচনা করবে। সকলের মন্তব্যের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।’
মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমাদের দুর্নীতি, রিজার্ভসহ অনেক সংকট আছে। প্রধানমন্ত্রী আমাদের দাবি কীভাবে পূরণ করবে আমি জানি না।’ তিনি জানান, ১০০টি আসনে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি রয়েছে। জোটে থাকা দলগুলো নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।
সরকার ওয়াদা করেছে জাতির সামনে সুষ্ঠু নির্বাচন করবে- সেটা দেখতে চাই উল্লেখ করে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমরা মাঠে দাবি আদায়ে সফল না হয়ে, বিকল্প পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করে অবদান নিতে চাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।