মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় মামলা

মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার মৃত্যুর ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে মামলা হয়েছে। মামলা করেছেন নিহতের স্বামী তরুণ বিশ্বাস।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এনটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় ৩০২ ধারায় একটি মামলা করা হয়েছে। মামলার বাদি মারা যাওয়া ওই নারীর স্বামী। আমরা ঘটনাটি তদন্ত করছি। মাথায় পড়া ওই ইটটি জব্দ করেছি।
এর আগে ওসি সকালে এনটিভি অনলাইনকে বলেন, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ইট পড়লে ঘটনাস্থলে দিপু সানার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।
উৎপল বড়ুয়া আরও বলেন, মাথায় ইট পড়ে মৃত্যুর ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। আমরা তা দেখেছি। ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে হাতে একটি ব্যাগ নিয়ে হেঁটে বাসা ফিরছিলেন সানা। হঠাৎ মাথায় ইট পড়লে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিল। তখন মাথায় ইট পড়ে। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।
নিহত দীপু সানার বাড়ি সাতক্ষীরা। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে সদরঘাট শাখায় কর্মরত ছিলেন। গতকাল বুধবার রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকায় অফিস শেষে বাসায় ফেরার পথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে তার মাথায়। এতে তিনি মারা যান।
নিহত সানার তিন বছরের এক সন্তান রয়েছে। সন্তান ও স্বামীকে নিয়ে সিদ্ধেশ্বরী এলাকায় থাকতেন। দিপু সানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ সেশনের শিক্ষার্থী ছিলেন।