চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩
নওগাঁ শহরের পুরাতন কাঠহাটি এলাকা থেকে জানালার গ্রিল কেটে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে নওগাঁ সদর থানার পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে আজ সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার করা ব্যক্তিরা হলেন সদর উপজেলার সরল শিকারপুর গ্রামের শামীম হৃদয় (২৪), নিরব সাজেদুর (২৭) ও আরজি নওগাঁ মধ্যপাড়ার সরল হোসেন (২০)।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় পুরাতন কাঠহাটি এলাকায় মাহবুবুর রহমানের বাড়িতে জানালার গ্রিল কেটে চোরের দল ঘরে ঢুকে এক জোড়া স্বর্ণের ঝুমকা, একটি স্বর্ণের কণ্ঠমালা, এক জোড়া স্বর্ণের পাশা এবং এক জোড়া ব্রোঞ্জ ও স্বর্ণের সমন্বয়ে নক্সা মুখবালা চুরি করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক লাখ ৮৫ হাজার টাকা। ঘটনার পর পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এরপর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের দিকনির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম, সাজেদুর ও সরল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।