১২ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচি আসবে : মোস্তফা জামাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/12/21/mostphaa_jaamaal_haayydaar.jpg)
বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বিএনপি ও ১২ দলীয় জোটের নেতারা। আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে জোট ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।
১২ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও মুখপাত্র ১২ দলীয় জোট শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল ও সমন্বয়ক ১২ দলীয় জোট সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম ফিরোজ, প্রগতিশীল জাতীয়তাবাদী দল চেয়ারম্যান মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস প্রমুখ।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ১২ দলীয় জোট নেতাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। সমামনা জোটসহ আরও যারা আছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আপনাদের জানাবো।
জাপার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ১২ দলীয় জোট নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক হয়েছে। আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কর্মসূচি চূড়ান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটিতে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হবে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আজকে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি।
জাপার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। ঐক্যবদ্ধই আছি। আমাদের ঐক্যের প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি। বিএনপির সঙ্গে আরও যারা রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে আলোচনা করেই কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গেও রাতে বৈঠক করে বিএনপি।