চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (২ জুলাই) দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান।
নিহত ইব্রাহিমের বাবা নুর ইসলাম বলেন, ‘দুপুরে আমার ছেলেসহ চার-পাঁচজন গরুর ঘাস কাটার জন্য সীমান্ত এলাকার মাঠে যায়। এ সময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাবু।’
নুর ইসলাম আরও বলেন, ‘ঘটনার পর আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে গেছে। ভারতের কৃষ্ণগঞ্জ থানার শক্তিনগর হাসপাতালে তার মরদেহ রাখা হয়েছে বলে জানতে পেরেছি।’
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, ‘কয়েকজন স্বর্ণ চোরাকারবারির ওপর বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল সীমান্তরেখা থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’