উচ্চ শিক্ষিত যুবক এখন সফল কৃষক

উচ্চ শিক্ষিত যুবক মো. রেদুয়ান মোল্লা। তিনি চাকরির পেছনে না ছুটে কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা আবাদ করে সফল হন তিনি। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবানও হচ্ছেন।
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরএলাকার মোল্লাবাড়ির যুবক মো. রেদুয়ান মোল্লা। মাদ্রাসা থেকে ফাজিল পাস করেছেন তিনি। বাড়ির পাশের পতিত ২৬ শতক জমিতে শসার চাষ করেন।
জানা গেছে, রেদুয়ান পড়াশোনার ফাঁকে বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। আর সেখান থেকেই রেদুয়ান কৃষিতে আগ্রহী হয়ে উঠেন। এই আগ্রহ থেকেই বাড়ির পাশের ২৬ শতক জমিতে চাষ করেছেন হাইব্রিড জাতের শসা। এখন খুচরা বাজারে শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আর পাইকারি প্রতিমণ বিক্রি হচ্ছে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকায়। তিনি দেড় থেকে দুই লাখ টাকার শসা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।
রেদুয়ান মোল্লা বলেন, বছর কয়েক আগে কৃষিতে দুটি প্রশিক্ষণ নিয়েছিলাম। এরপর সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে লেবু ও বেগুন চাষ করেছি। এখন এই হাইব্রিড জাতের শসার প্রজেক্ট নিয়ে কাজ করছি। এখান থেকে কয়েক দিন পরপর সাত থেকে আট মণ শসা সংগ্রহ হয়।
রেদুয়ানের বাবা জালাল উদ্দিন মোল্লা বলেন, মনে হয় আমার ছেলে একজন সফল উদ্যোক্তা। চাকরি করেই যে টাকা উপার্জন করতে হবে এমন ধারণা বদলে দিয়েছে আমার ছেলে।
উচ্চ শিক্ষিত যুবকের কৃষি কাজের প্রশংসা করে উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবির বলেন, ফসলের উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে হোসেনপুর উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। এখন সাধারণ কৃষকের পাশাপাশি রেদুয়ান মোল্লাদের মতো শিক্ষিত যুবকরা কৃষিতে মনোনিবেশ করছে, যা আমাদের দেশের কৃষিকে এগিয়ে নিতে যথেষ্ট ভূমিকা রাখবে।