কসবায় দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কৈখলা সীমান্ত থেকে আটক দুই ভারতীয় নাগরিক। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা সীমান্ত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত সালদানদী ক্যাম্পের জওয়ানরা।
রোববার (১৬ মার্চ) ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তারা কোনো বৈধ পাসপোর্ট দেখাতে পারেননি। গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের সিপাহীজলার মধুপুর থানার বিশালঘরের কোনাবন এলাকার বিমল বর্মা (২৩) ও সঞ্জিত বর্মা (৩০)। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে কসবা থানায় হস্তান্তর করে বিজিবি।
গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, ভারতীয় দুই নাগরিককে বিজিবি আটক করে কসবা থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।