সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার ও স্ত্রীর সম্পদ ক্রোকের আদেশ

যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, তাঁর স্ত্রী নিয়তি রানী রায়, দুই ছেলে রাজীব কুমার রায় ও সজীব কুমার রায়ের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, রনজিৎ কুমার রায়ের যে স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত, তার বেশির ভাগই যশোরে।
আজ আদালত রণজিতের ২৫টি, নিয়তির ২১টি, রাজীবের ৫৩টি, রাজীবের স্ত্রী ঋষিতা সাহার ২০টি, সজীবের ১২টি ও সজীবের স্ত্রী অনিন্দিতা মালাকারের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।
অন্যদিকে বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ এই আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, হাবিবুরের সাতটি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৯৪ লাখ ৮ হাজার ৫৯২ টাকা।