৪০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি পিকআপকে ধাওয়া করে ৪০ লক্ষাধিক টাকা মূল্যের ১৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-লালবাগ বিভাগ।
আজ বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান তিনি।
এর আগে, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল খিলক্ষেতের কুড়াতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. দেলোয়ার (২৫)।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিম ৩০০ ফিটে চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে কাঞ্চন ব্রিজের দিক থেকে নির্দিষ্ট পিকআপটি আসলে সেটি থামার জন্য সংকেত দেয় ডিবি। কিন্তু সেটি না থামিয়ে দ্রুত কুড়িল বিশ্বরোডের দিকে চলে যায়। ডিবির টিম পিছু ধাওয়া করে কুড়াতলী এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি থামাতে সক্ষম হয়। এ সময় গাড়ির চালক দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় গাড়িতে থাকা অপর একজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের বডিতে বিশেষভাবে তৈরি করা বাক্সের প্লেনসিট খুলে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।