প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে এ শুভেচ্ছা জানান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে যান দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।