লোহাগাড়ায় ১১ তক্ষকসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় শুক্রবার মধ্যরাতে ১১টি তক্ষকসহ মোহাম্মদ বিল্লালকে গ্রেপ্তার করা হয়। ছবি : এনটিভি
চট্টগ্রামের লোহাগাড়ায় ১১টি তক্ষকসহ মোহাম্মদ বিল্লাল (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৮ মার্চ) মধ্যরাতে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া বিল্লাল সাতক্ষীরার তালা উপজেলার বাবু পলা এলাকার।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ওই ব্যক্তি (বিল্লাল) তক্ষকগুলো ব্যাগের ভেতর লুকিয়ে যাত্রীবাহী বাসে করে কক্সবাজারের টেকনাফ থেকে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১টি তক্ষকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরিফুর রহমান আরও বলেন, উদ্ধার করা তক্ষকগুলো থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।